ভয় শব্দটা নিজের ডিকশনারিতে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ভয় পাওয়ার লোক আমি না। ভয় শব্দটা আমার ডিকশনারিতে নাই। ভয় পেলে দুর্নীতি বিরোধী অভিযান হতো না।
সদ্যসমাপ্ত আজারবাইজান সফর নিয়ে মঙ্গলবার গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
দুর্নীতি বিরোধী অভিযান নিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, কে কোন দলে এটা দেখার বিষয় না। শুরু ঘর থেকে করতে হয়। যারা সমালোচনা করছেন তারা তো দুর্নীতি খনি।