তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি আজ রবিবার ভারতের মুখোমুখি হচ্ছে সফরকারী বাংলাদেশ।
ম্যাচটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার এই ম্যাচের আগে কিছু তথ্য জানা জরুরি। তা হচ্ছে, এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। প্রতিবারই পরাজিত হয়েছেন টাইগাররা। ক্লোজ ম্যাচ হয়েছে দুটি। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক-মাহমুদউল্লাহর চরম ভুলে তীরে গিয়ে তরী ডুবে লাল-সবুজ জার্সিধারীদের। টিম ইন্ডিয়ার কাছে মাত্র ২ রানে সেই হার এখনও পোড়ায় দেশের কোটি ক্রিকেটপ্রেমীদের।
এর পরের হারটি আরও দগদগে। ২০১৮ সালে নিদাহাস ট্রফির ফাইনালে জিততে জিততে হেরে যায় বাংলাদেশ। দীনেশ কার্তিকের অতিমানবীয় ইনিংসে শিরোপা হাতছাড়া হয় টাইগারদের।
বাকি ৬ ম্যাচে দাপুটে জয় তুলে নেয় ভারত। এবার সব হার ভুলার পালা এসেছে। রোববার শুরু হচ্ছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। এ প্রথম পড়শীদের সঙ্গে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এদিন সন্ধ্যায় দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।
ম্যাচ মাঠে গড়ানোর আগে আলোচনায় সেখানকার পরিবেশ। দূষণে ভারী হয়ে গেছে চারপাশের বাতাস। খেলার মোটেও উপযোগী নয় এ স্টেডিয়াম। এ নিয়ে বিতর্ক থাকলেও সেই ভেন্যুতেই সন্ধ্যা ৭টায় খেলা শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও স্টার স্পোর্টস ওয়ান।
এ মাঠের উইকেট বরাবরই স্পিন সহায়ক। তবে বড় ধাঁধার নাম শিশির। ম্যাচের শুরু থেকে ব্যাট-বলের সঙ্গে এর লড়াইও চলবে। খেলায় দারুণ প্রভাব ফেলতে পারে শিশির। ফলাফল নির্ধারণে নিয়ামক ভূমিকা রাখতে পারে এটি। মুহূর্তেই বলের গতিপথ পরিবর্তন হতে পারে।
এ স্টেডিয়ামের আগে নাম ছিল ফিরোজ শাহ কোটলা। সম্প্রতি সেটি পাল্টে ফেলা হয়েছে। এর পেছনে রাজনৈতিক ও ধর্মীয় ইস্যু রয়েছে।বরাবরই এখানে রান ওঠে বেশি। ধারণা, করা হচ্ছে এ ম্যাচও হবে রানপ্রসবা। সর্বোপরি, যারা পরে ব্যাট করবেন তারা একটু বেশি সুবিধা পাবেন। শিশির বেশি পড়লে বল কম গ্রিপ করবে এবং তা সোজা ব্যাটে আসবে।
এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না সিনিয়র দুই সদস্য সাকিব আল হাসান ও তামিম ইকবালকে। জুয়াড়ির প্রস্তাব গোপন করায় আপাতত ক্রিকেটে নিষিদ্ধ বিশ্বসেরা অলরাউন্ডার। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর পারিবারিক কারণে সফরে নেই ড্যাশিং ওপেনার তামিম। ফলে তরুণদের উপর নির্ভর করতে হবে সফরকারীদের।
ভারতীয় দলে নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। এ সিরিজে বিশ্রামে রয়েছেন তিনি।তার বদলে মেন ইন ব্লুদের অধিনায়কত্ব করবেন হিটম্যান রোহিত শর্মা। আর দীর্ঘদিন ধরে দলের বাইরে মহেন্দ্র সিং ধোনি। ফলে মিডলঅর্ডারে ভুগতে হতে পারে তাদের।
ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সাঞ্জু স্যামসন/লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, রিশব প্যান্ট, শিভাম দুবে, ক্রুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, ইয়ুজবেন্দ্র চাহাল/রাহুল চাহার, দীপক চাহার ও শার্দুল ঠাকুর/খলিল আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম/ মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি/তাইজুল ইসলাম।