বিএনপির সিনিয়র দুই নেতার পদত্যাগের নেপথ্যে আওয়ামী লীগের হাত আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এত ঠ্যাক্যা পড়েনি।
বৃহস্পতিবার বিআরটিএ’র সদর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এত ঠ্যাক্যা পড়েনি। আমাদের দলে এত লোক। খারাপ লোকদের দল থেকে বের করে দিচ্ছি। অন্য দলের ভেতর কে থাকবে আর না থাকবে- তা দেখার সময় আমাদের নেই। নিজের দলের ভেতরে অনুপ্রবেশকারী বিদায় করা হচ্ছে। কাজেই বিএনপির কে থাকল- তা নিয়ে ভাবার সময় নেই।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের অভিযোগের রোগ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে চলে গেছে। বিদেশিরা তাদের অভিযোগের বিষয়ে আমাদের কাছে জানতে চায়, তখন আমরা এর উত্তর দেই। এই জন্য বিদেশিদের সঙ্গে আমাদের বসতে হয়।