Home এইমাত্র টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

SHARE

ভারতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে টাইগারদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

ভারতের রাজকোটে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। অপরিবর্তীত দল নিয়েই খেলছে দুই দল। প্রথম ওয়ানডেতে যারা ছিলেন তারাই আছেন দ্বিতীয় ম্যাচে।

এর আগে দিল্লিতে অনুষ্ঠিত তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।

আজ জিতলে ভারতের মাঠে বিদেশি দল হিসেবে নতুন ইতিহাস গড়বে বাংলাদেশ দল। এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতের মাঠে কোনো দল সিরিজ জিততে পারেনি।

বাংলাদেশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন ও শফিউল ইসলাম।

ভারত: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, স্রেয়াশ আয়ার, রিশব প্যান্ট, শিবম দুবে, করুনাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, দিপক চাহার ও খলিল আহমেদ।