Home এইমাত্র ভারতের ইনিংস ঘোষণা, শুরুতেই সাজঘরে ইমরুল-সাদমান

ভারতের ইনিংস ঘোষণা, শুরুতেই সাজঘরে ইমরুল-সাদমান

SHARE

বাংলাদেশের ওপর রানের বোঝা চাপিয়েছে ভারত। ৩৪৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশ লড়ছে ইনিংস হার এড়াতে।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমরুল কায়েস। প্রথম ইনিংসের মতো এবারও দুই অঙ্কে যেতে পারলেন না অভিজ্ঞ এই ওপেনার। মাত্র ৬ রানেই সাজঘরে ফেরেন তিনি।
এরপর আরেক ওপেনার সাদমান ইসলামও আউট হয়ে যান ৬ রান করে।

এর আগে, তৃতীয় দিনে আর ব্যাটিংয়ে নামেনি ভারত। আগের দিনের ৬ উইকেটে ৪৯৩ রানে ইনিংস ঘোষণা করেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।