জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব বান কি মুনের সংক্ষিপ্ত সফরে শুক্রবার ঢাকায় আসার কথা রয়েছে। যা জাতিসঙ্ঘ ছাড়ার পর চলতি বছর তার দ্বিতীয় বাংলাদেশ সফর হবে।
জানা যায়, জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব শনিবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ১৩তম সমাবর্তনে অংশ নিতে ঢাকায় আসছেন। সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি আবদুল হামিদেরও যোগদানের কথা রয়েছে। বান কি মুনের শুক্রবার সকাল ৭টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শনিবার তার সম্মানে আয়োজিত ব্র্যাকের এক মধ্যাহ্নভোজনে যোগ দেবেন তিনি।
শনিবার বেলা ১১টায় বাংলাদেশের খুব ভালো বন্ধু হিসেবে পরিচিত বান কি মুন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে গত জুলাইয়ে জাতিসঙ্ঘের সাবেক মহাসচিব রাজধানীতে অনুষ্ঠিত ‘অভিযোজনের ওপর গ্লোবাল কমিশনের ঢাকা বৈঠকে’ অংশ নিয়েছিলেন।