Home জেলা সংবাদ চিকিৎসা নিতে গিয়ে লাশ হলেন গৌরীপুরের হোসনে আরা!

চিকিৎসা নিতে গিয়ে লাশ হলেন গৌরীপুরের হোসনে আরা!

SHARE
ময়মনসিংহ জেলা-যুগান্তর

ময়মনসিংহের গৌরীপুরে হোসনে আরা বানু (৮০) চিকিৎসা নিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন।

বুধবার গৌরীপুর-কলতাপাড়া সড়কের তাঁতকুড়া এলাকায় রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

নিহতের পুত্র উপজেলার গুজিখাঁর এলাকার সুরুজ আলী জানান, ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় মোটরসাইকেল চাপা দিলে ঘটনাস্থলে তার মা মারা যান। মোটরসাইকেলের চালকও সঙ্গে থাকা অপরজনও গুরুত্বর আহত হন।

গৌরীপুর থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় মামলা হয়েছে।