সব প্রস্তুতি শেষে যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসে ঘিরে আলোচনা এখন সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে। শীর্ষ পদে আলোচনায় রয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ।
যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেস-মঞ্চ নির্মাণ করা হয়েছে পদ্মা সেতুর আদলে।
শনিবার বেলা ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সারাদিনই বিভিন্ন স্তরের নেতা কর্মীদের ভিড় ছিল সোহরাওয়ার্দী উদ্যানে। মঞ্চসহ কংগ্রেসের সার্বিক পরিস্থিতি পরির্দশনে যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ যুবলীগের সাবেক ও বর্তমান নেতারা।