Home এইমাত্র শিরোপার কাছাকাছি বাংলাদেশ

শিরোপার কাছাকাছি বাংলাদেশ

SHARE

সামনে আর একটি জয়। তাহলেই ঘরে উঠবে শিরোপা। শনিবার সকাল সাড়ে ৯টায় মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেই ইমার্জিং এশিয়া কাপের শিরোপা নিশ্চিত স্বাগতিকদের।

ঘরের মাঠে এর আগে একবার খেলার সুযোগ পেলেও ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এই প্রথম এসিসি ইমার্জিং কাপের ফাইনালে ওঠা বাংলাদেশ শিরোপা থেকে মাত্র এক জয় দূরে।
ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে এখনও অপরাজিত বাংলাদেশ দল। বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে আফগানিস্তানকে সাত উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ইমার্জিং কাপের ফাইনালে ওঠে স্বাগতিকরা।

এর আগে পরপর দু’বার সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে হেরে বিদায় নিতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস-২।