দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসের ত্রয়োদশ আসরে ব্রোঞ্জ পদক জয়ের পর এবার স্বর্ণপদক পেল বাংলাদেশ।
তায়কোয়ানদো পুরুষ ইভেন্টে স্বর্ণপদক জিতলেন বাংলাদেশের দীপু চাকমা।
এর আগে, ব্রোঞ্চ দিয়ে পদকের খাতা খুলল বাংলাদেশ। কারাতে ইভেন্টে হুমায়রা আক্তার অন্তরার নৈপুণ্যে আসে এই পদক।
আসরের দ্বিতীয় দিন সোমবার এই পদক জেতেন অন্তরা।