এস এ গেমসে দেশকে তৃতীয় স্বর্ণপদক এনে দিলেন মারজানা আক্তার পিয়া। আজ নেপালের কাঠমান্ডুর গেমস ভেন্যুতে মেয়েদের কুমিতে অনূর্ধ্ব ৫৫ কেজির ফাইনালে পাকিস্তানের কউসার সানাকে ৪-৩ পয়েন্টে হারিয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ জিতেন তিনি।
এর আগে সেমিফাইনালে নেপালের মানিশ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠেন মারজানা।
আজ দিনের প্রথম ও কারাতেতে দ্বিতীয় পদক জিতেন ২৪ বছর বয়সী আল আমিন। এর আগে গতকাল প্রথম স্বর্ণ জিতেন দীপু চাকমা।