যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি এগিয়ে রয়েছে।
এখন পর্যন্ত ২২৭ টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ পার্টি পেয়েছে ১০৭ টি আসন এবং জেরেমি করবিনের নেতৃত্বে লেবার পার্টি পেয়েছে ৮৯ টি আসন।
তবে কনসারভেটিভ পার্টির প্রাপ্ত ভোট ৪০.৯ শতাংশ এবং লেবার পার্টির প্রাপ্ত ভোট ৩৫.৯ শতাংশ।
এছাড়া স্কটিশ ন্যাশনাল পার্টি পেয়েছে ১৭ টি আসন।
এদিকে বুথ ফেরত জরিপের ফলে দেখা গেছে, জনসনের কনজারভেটিভ দল ৩৬৮ আসন পেতে চলেছে। ২০১৭ সালের চেয়ে যা ৫০ আসন বেশি।
অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী বিরোধীদল জেরেমি করবিনের লেবার পার্টি মাত্র ১৯১ আসন পেতে পারে। লিবারেল ডেমোক্র্যাটস পেতে পারে ১৩ টি এবং স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি এসএনপি পেতে পারে ৫৫ টি আসন, ব্রেক্সিট পার্টি একটি আসনও পাচ্ছে না।
যুক্তরাজ্যে বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরই বুথ ফেরত জরিপে এ আভাস পাওয়া গেছে। জরিপ পরিচালনা করেছে ইপসোস মোরি।
১৪৪ টি ভোটকেন্দ্রের ২২ হাজার ৭৯০ জন ভোটারের মতামতের ভিত্তিতে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
এর আগে বৃহস্পতিবার গ্রিনেজ মান সময় ৭টায় (বাংলাদেশ সময় দুপুর ১টা) ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের ৬৫০টি সংসদীয় আসনে ভোটগ্রহণ শুরু হয়। রাত ১০টা (বাংলাদেশ সময় ভোর ৪টা) পর্যন্ত ভোট গ্রহণের পরই শুরু হয় গণনা।