Home এইমাত্র রাজাকারের উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস নয়: কাদের

রাজাকারের উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস নয়: কাদের

SHARE

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজাকারদের উত্তরসূরীদের সঙ্গে কোনো আপস নয়। স্বাধীনতা বিরোধী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, স্বাধীনতা বিরোধী, সাম্প্রদায়িক অপশক্তি, মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদারদের দোসর ও তাদের প্রেতাত্মারা আজও বাংলার মাটিতে বিজয়কে সুসংহতকরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

স্বাধীনতা বিরোধী কোনো শক্তি এবং তাদের বংশধরদের ব্যাপারে আমাদের কোনো আপস নেই। বাংলার জমিনে এই অপশক্তিকে ওঠে দাঁড়াতে দেয়া হবে না, বিজয় দিবসে এটিই আমাদের শপথ।
তিনি আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি কেবল তারাই আওয়ামী লীগ করতে পারবে।