কাজাখস্তানে ১০০ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি এখবর জানিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার সকালে আলমাতি বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বেক এয়ারের বিমানটি বিধ্বস্ত হয়। এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিমানটি কাজাখস্তানের বৃহত্তম নগরী আলমাতি থেকে রাজধানী নুরসুলতানে যাচ্ছিল।
বিমানটিতে ৯৫ জন যাত্রী ও ৫ জন ক্রু ছিলেন। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।