তীব্র শীতে কাঁপছে পুরো উত্তর পশ্চিম ভারত। এরপর আবার ধেয়ে আসছে শিলাবৃষ্টি। তবে আগামী সপ্তাহে শীত একটু কমার সম্ভাবনা আছে।
১৪ ডিসেম্বর থেকে ঘন কুয়াশায় দিল্লি।
শনিবার সফদরজঙে তাপমাত্রা নেমে যায় ২.৪ ডিগ্রি সেলসিয়াসে।
এছাড়া পালাম, আয়ানগরে তাপমাত্রা নেমে যায় ৩.১ ও ১.৯ ডিগ্রি সেলসিয়াসে। আর সবাইকে চমকে দিয়ে লোধি রোডে ১.৭।
ঘন কুয়াশার কারণে ভারতে বেশ কয়েকটি বিমানকে ঘুরিয়ে দেয়া হয়েছে। কুয়াশার কারণে প্রায় ২৪টি ট্রেন দেরি করেছে।
সূত্র: জি নিউজ