Home রাজনীতি আমরা কখ‌নো মাঝপ‌থে গি‌য়ে ই‌লেকশন বর্জন ক‌রি‌নি: আতিক

আমরা কখ‌নো মাঝপ‌থে গি‌য়ে ই‌লেকশন বর্জন ক‌রি‌নি: আতিক

SHARE

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়ে আতিকুল ইসলাম বলেছেন, আ‌মরা ম‌নে করি আসন্ন সি‌টি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন হ‌বে। যে কোন নির্বাচ‌নে হার জিত থা‌কে। আ‌মি আ‌গে বি‌জিএমইএ এর প্রে‌ডি‌ডেন্ট ছিলাম। সেখা‌নে নির্বাচন করতে গি‌য়ে কোন সময় হে‌রে‌ছি, কোন সময় জি‌তে‌ছি, এটাই বাস্তবতা।

আমরা কখ‌নো মাঝপ‌থে গি‌য়ে ই‌লেকশন বর্জন ক‌রি‌নি। সবাই‌কে অনু‌রোধ কর‌বো এ‌ক‌টি অংশগ্রহণমূলক নির্বাচ‌নে অংশ নেয়ার জন্য।
ডেঙ্গু প্রসঙ্গে আতিক বলেন, ডেঙ্গু একটি গ্লোবাল ওয়ার্মিং।

শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে ডেঙ্গু হচ্ছে। সবাই মিলে সেই ডেঙ্গু কি আমরা মোকাবেলা করতে যাচ্ছি। বছরের ৩৬৫ টা দিন যাতে ডেঙ্গু নিয়ে কাজ করতে পারি সে প্রক্রিয়াটা শুরু করেছি। আমি বিশ্বাস করি সকলের সহযোগিতায় মানুষকে আমরা ডেঙ্গু থেকে নিরাপদে রাখতে পারব।
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে পুরোটা সময় জুড়ে বিএনপি মাঠে থাকতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক মেয়র বলেন, আমরা বিশ্বাস করি আগামী ৩০ জানুয়ারি যে নির্বাচন হবে সেটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে।

আমার বিশ্বাস সবাই ইলেকশনে আসবে। এখন প্রথম থেকেই যদি কেউ যদি বলেন আমরা মাঠে থাকতে পারবো না, আমার প্রশ্ন উনারা কিভাবে এটা বলেন।