Home জাতীয় বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ: ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ: ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

SHARE

বেসিক ব্যাংকের প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির গুলশান শাখার সাবেক ব্যবস্থাপক আসিফ আহমেদসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।

বৃহস্পতিবার দুদকের সমন্বিত কার্যালয়-১এ সংস্থার পরিচালক মাহবুবুল আলম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসিফ ছাড়াও আসামি করা হয়েছে মেসার্স ইন্টারলিংক পিএলসি ওইন্টারলিংক সেন্টারের মালিক সাদেকুল হক খান মিল্কি, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাজ্জাদুল হক খানকে।

এজাহারে বলা হয়েছে, আসামিরা যোগসাজশে ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে এলসি জালিয়াতির মাধ্যমে এ অর্থ আত্মসাৎ করেন।