Home জাতীয় স্বাস্থ্য ডিজি’র নিয়োগ বাতিল

স্বাস্থ্য ডিজি’র নিয়োগ বাতিল

SHARE

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। যা ২১ জুলাই থেকে বাতিল করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদ (পরিচিতি নম্বর-৩৫৮৯৭) এর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাথে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ ২১ জুলাই ২০২০ তারিখ থেকে বাতিল করা হলো।

এর আগে, করোনাভাইরাস পরিস্থিতিতে নানা অসঙ্গতির কারণে সমালোচনার মুখে মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠান ডা. আজাদ।