Home বিনোদন করোনায় আক্রান্ত নায়িকা পপি!

করোনায় আক্রান্ত নায়িকা পপি!

SHARE

করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি। দীর্ঘদিন অসুস্থ থাকার পর পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্বজন জানিয়েছেন, বেশ কয়েক মাস ধরে গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে অবস্থান করছেন। বর্তমানে পপি নিজ বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের ‘কুলি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে আবির্ভূত হন পপি। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম আবেদনময়ী এই অভিনেত্রী এ পর্যন্ত ‘মেঘের কোলে রোদ’, ‘কি যাদু করিলা’, ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।