Home অর্থ-বাণিজ্য রপ্তানিতে পোশাক খাতের সঙ্গে আরো চার পণ্যে সম্ভাবনা

রপ্তানিতে পোশাক খাতের সঙ্গে আরো চার পণ্যে সম্ভাবনা

192
0
SHARE

দেশের রপ্তানিতে প্রধান পণ্য পোশাক খাতের পাশাপাশি আরো চারটি পণ্যে নতুন সম্ভাবনা দেখা যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ওই খাতগুলো হচ্ছে চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, হালকা প্রকৌশল এবং তথ্য ও প্রযুক্তি (আইটি)। গতকাল বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) ‘কভিড-১৯ অ্যান্ড বাংলাদেশ ইকোনমি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিসার্স অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র‌্যাপিড) এবং দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ইআরএফ কর্মশালার আয়োজন করে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান র‌্যাপিডের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক ড. আবদুর রাজ্জাক।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘নতুন অর্থবছরে ৪৮ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আমরা আশা করি অবশ্যই সেই লক্ষ্য অর্জন করতে পারব। কারণ রপ্তানির প্রধান পণ্য পোশাক খাতের পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, পাট, হালকা প্রকৌশল এবং আইটি খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’

অনেক দেশ চীন থেকে বিনিয়োগ প্রত্যাহার করে অন্য দেশে বিনিয়োগ করার কথা ভাবছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য বিরোধের কারণে চীনকে আর এতটা নির্ভরযোগ্য মনে করছে না বিভিন্ন দেশ। এটি আমাদের জন্য বেশ সম্ভাবনা সৃষ্টি করেছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে দ্রুত নানা উদ্যোগ নিতে হবে। ঢিলেঢালা করলে এসব সম্ভাবনা মিস হয়ে যেতে পারে।’

তিনি বলেন, ‘আগামী দিনে রপ্তানি প্রবৃদ্ধি বাড়াতে ১২টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করার লক্ষ্যে কাজ চলছে। এর মধ্যে ভুটানের সঙ্গে আগামী এক মাসের মধ্যে চুক্তি হতে পারে।’

ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন র‌্যাপিডের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক। বক্তব্য দেন অনুষ্ঠানের গেস্ট অব অনার বিল্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান ও ডিসিসিআই সভাপতি সামস মাহমুদ।