Home বিনোদন শিশুপুত্রের ছবি তোলায় হ্যারি-মেগানের মামলা

শিশুপুত্রের ছবি তোলায় হ্যারি-মেগানের মামলা

SHARE

শিশুপুত্র অর্চির ছবি অবৈধভাবে তোলার অভিযোগে অজ্ঞাতনামা এক পাপারাজ্জির বিরুদ্ধে মামলা করেছেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি এবং তার স্ত্রী মেগান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের ক্যালিফোর্নিয়া রাজ্যের উচ্চ আদালতে মামলাটি দায়ের করা হয়।

এই মামলার বিষয়ে হ্যারি এবং মেগানের আইনজীবী একটি বিবৃতিতে বলেন, বাড়িতে ছেলের গোপনীয়তার অধিকার রক্ষা করতে সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান এই মামলা করেছেন।

অভিযোগে বলা হয়েছে, পাপারাজ্জিরা দিনরাত সার্বক্ষণিক হ্যারি ও মেগানকে অনুসরণ করছেন। তারা তাদের লস অ্যাঞ্জেলেসের বাসস্থান পর্যন্ত অনুসরণ করেছে এবং হেলিকপ্টার ও ড্রোনের মতো উড্ডয়নশীল যানের মাধ্যমে নিরাপত্তা বেষ্টনী ভঙ্গ করছে।

এর আগে গোপনীয়তার অধিকার ভাঙ্গার অভিযোগে যুক্তরাজ্যের ট্যাবলয়েড পত্রিকাগুলোর বিরুদ্ধেও ক্ষুব্ধ হয়েছিলেন হ্যারি ও মেগান। এ নিয়ে একটি মামলাও করেছিলেন তারা। তখন অভিযোগে বলা হয়েছিল, ডাচেস মেগান অন্তঃস্বত্ত্বা থাকা অবস্থায় যেসব খবর যুক্তরাজ্যের ট্যাবলয়েডে ছাপা হয়েছিল সেজন্য নিজেকে অরক্ষিত অনুভব করেছিলেন তিনি।

আর্থিকভাবে স্বাবলম্বী হতে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে এখন যুক্তরাষ্ট্রের লস আঞ্জেলেসে বসবাস করছেন সাসেক্সের ডিউক ও ডাচেস প্রিন্স হ্যারি ও মেগান।