Home জাতীয় ঈদের আগে তিন দিন ভারি যান চলাচল বন্ধ থাকবে : সেতুমন্ত্রী

ঈদের আগে তিন দিন ভারি যান চলাচল বন্ধ থাকবে : সেতুমন্ত্রী

173
0
SHARE

করোনা সংক্রমণ রোধে ঈদুল আজহায় ঘরমুখো মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনকে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় সেতুমন্ত্রী বলেন, ‘এবারের ঈদের সঙ্গে যে চালেঞ্জটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে করোনা সংক্রমণের কঠিন চ্যালেঞ্জ। পাশপাশি রয়েছে দেশের বন্যা পরিস্থিতি। সরকার জনগণের সার্বিক বিষয়াদি বিবেচনা করে জনস্বার্থে গণপরিবহন চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। মহাসড়কের অবস্থা ভালো আছে। অতিবৃষ্টি বা অবিরাম বৃষ্টি না হলে কোথাও যানজটের কারণ হবে না।’

আজ সোমবার দুপুরে রাজধানীর সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের সড়ক বিভাগ, মেয়র সংসদ সদস্য ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে মন্ত্রী এ নির্দেশ দেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মাস্ক পরিধান বাধ্যতামূলক করেছে সরকার। এটা সিরিয়াসলি না মানলে এই যাত্রা অনেকের জন্য অন্তিমযাত্রায় পরিণত হবে।’

ঈদযাত্রায় বগুড়া, শফিপুর, চন্দ্রা করিডোরে ফ্লাইওভারের কাজের কারণে কিছু অসুবিধা হতে পারে- এমন আশঙ্কা ব্যক্ত করে সেতুমন্ত্রী বলেন, ‘এই করিডোর ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্ব দিতে হবে পুলিশ ও সিটি করপোরেশনকে।’

যানজট এড়াতে এবং সড়ক পরিষ্কার রাখতে এরমধ্যে ফ্লাইওভারসহ সড়কের সব উন্নয়নকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘ঈদের আগের দুদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমইর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগে তিন দিন ভারি যান চলাচল বন্ধ থাকবে এবং কোনো অবস্থায় ইজিবাইকের মতো তিন চাকার গাড়ি ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক বিষয়গুলো মনিটরিং করছেন বলেও জানান সেতুমন্ত্রী।

দেশের বন্যা পরিস্থিতি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বন্যা দেশের উত্তরাঞ্চলে থেকে মধ্যাঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা এই বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা করছেন। এরমধ্যে প্রধানমন্ত্রী দুর্গত এলাকার মানুষের জন্য মানবিক সহায়তার নির্দেশনা দিয়েছেন। এসব এলাকায় খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছু পাঠানো হয়েছে।’