Home জাতীয় করোনায় জার্মান হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জনে ১ জনের মৃত্যু

করোনায় জার্মান হাসপাতালে চিকিৎসা নেওয়া ৫ জনে ১ জনের মৃত্যু

148
0
SHARE

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিক থেকে মধ্য এপ্রিল পর্যন্ত জার্মানির হাসপাতালে চিকিৎসা নেওয়া ২২ শতাংশ রোগী মারা গেছে। নতুন এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

বার্লিনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, জার্মানির হাসপাতালগুলোর জরুরি সেবা ও জরুরি ওষুধ বিভাগ (ডিআইভিআই) যৌথভাবে পরিসংখ্যানটি চালিয়েছে। তাতে দেখা গেছে, নারীদের তুলনায় পুরুষ রোগী মৃত্যুর হার ছয় গুণ বেশি।

পরিসংখ্যানে আরো দেখা গেছে, করোনা আক্রান্ত হওয়ার পর বয়স্কদের মৃত্যুর হার অনেক বেশি। ৭০ থেকে ৭৯ বছর বয়সী রোগীর মৃত্যুর হার ২৭ শতাংশ। তবে ৩৮ শতাংশ মৃতের বয়স ৮০ বছরের ঊর্ধ্বে।

জার্মানির ৯২০টি হাসপাতালে চিকিৎসা নেওয়া ১০ হাজার ২১ জন রোগীর ওপর পরিসংখ্যান চালিয়ে ফলাফল বের করা হয়েছে। করোনা আক্রান্ত হয়ে গড়ে ১৪দিন করে হাসপাতালে থেকেছে রোগীরা। তবে যাদের শ্বাস নিতে কষ্ট হয়নি, তাদের চেয়ে দ্বিগুণ সময় হাসপাতালে থাকতে হয়েছে কৃত্রিমভাবে শ্বাস নেওয়া রোগীদের।

এদিকে জার্মানিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে দুই লাখ আট হাজার আটশ ১১ জন এবং মারা গেছে নয় হাজার দু’শ ১২ জন।

সূত্র : শিনহুয়া