Home আন্তর্জাতিক জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

153
0
SHARE

জার্মানি থেকে ১১ হাজার নয়শ সেনা সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, জার্মানিতে মার্কিন সেনার সংখ্যা ৩৬ হাজার থেকে কমিয়ে ২৪ হাজার করার জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

জার্মানি থেকে সরিয়ে নেওয়া সেনাদের মধ্য থেকে পাঁচ হাজার ছয়শ জনকে ন্যাটো জোটভুক্ত দেশগুলোতে পাঠানো হবে। অন্যরা ইউরোপের কিছু দেশে এবং যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।

জানা গেছে, জার্মানি থেকে সরিয়ে নেওয়া সেনাদের মধ্যে স্বল্প সংখ্যক বেলজিয়াম ও ইতালিতেও পাঠানো হবে। অন্যরা পালাক্রমে কৃষ্ণসাগর অঞ্চলে টহল দেবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার অভিযোগ করে বলেছেন, মার্কিন মিত্ররা প্রতিরক্ষা ব্যয় করিয়ে যুক্তরাষ্ট্রকে শোষণ করছে। সে কারণে অন্য দেশে সেনা মোতায়েন করে রেখে খরচের বিপক্ষে তিনি।

যদিও জার্মানি থেকে সেনা কমানোর সিদ্ধান্তে নিজের দলের নেতাদেরই সমর্থন পাননি ট্রাম্প।

সূত্র : আল-জাজিরা