Home বিনোদন করোনা কেড়ে নিল বিজরীর বাবাকে

করোনা কেড়ে নিল বিজরীর বাবাকে

SHARE

অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা একসময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জিএম, মো. বরকতউল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

বিজরী রবিবার রাতে বাবা বরকতউল্লাহকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সবাই বাবার জন্য দোয়া করবেন।’

রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বরকতউল্লাহ আজ সকালে না ফেরার দেশে চলে যান।