Home আন্তর্জাতিক অ্যারিজোনা কারাগারের ৫১৭ বন্দি করোনায় আক্রান্ত

অ্যারিজোনা কারাগারের ৫১৭ বন্দি করোনায় আক্রান্ত

124
0
SHARE

যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি কারাগারে প্রায় অর্ধেক বন্দী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। রাজ্যটির কারা কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে সিবিএস নিউজ।

এদিকে ক্যালিফোর্নিয়ার বিভিন্ন কারাগারে করোনায় ৫১ জন মারা গেছে। এর মধ্যে কুখ্যাত সান কোয়েন্টিন কারাগারে মারা গেছে ২২ জন।

দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব কারেকশানস এক বিবৃতিতে বলেছে, এএসপিসি-টাকসন হোয়েটসন কারাগারে ৫১৭ জন বন্দী করোনায় আক্রান্ত হয়েছে। তাদেরকে পৃথক রেখে চিকিৎসা দেয়া হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। সুস্থ হওয়ার পরে পুনরায় তাদের কারাগারে পাঠানো হবে।

অ্যারিজোনার সর্বমোট জনসংখ্যা ৭৩ লাখ। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৮০ হাজারেরও বেশি লোক। আক্রান্তদের মধ্যে ১ হাজার ৪২৯ বন্দী রয়েছে।

অপরদিকে ক্যালিফোর্নিয়ায় ৪ কোটি জনসংখ্যার মধ্যে ৫ লাখ ২৪ হাজার করোনায় আক্রান্ত। মারা গেছে ৯ হাজার ৭শ’ লোক।

সূত্র : সিবিএস নিউজ।