এফডিসিতে যে জিনিসগুলো সংস্করণ তথা মেরামত করা খুবই জরুরি, সেটি না করে উল্টো অভিনয়শিল্পীদের স্মৃতিময় স্বপ্নের জায়গা শুটিং ফ্লোর ভেঙে একই জায়গায় বাণিজ্যিক ভবন নির্মাণ করার পরিকল্পনায় ক্ষুব্ধ অনেকেই।
অভিনয়শিল্পী মিশা সওদাগর আবেগতাড়িত কণ্ঠে বলেন, ‘ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মেকাপ নিতে হয়। মেকাপ রুমে যখন প্রবেশ করি মনটা খারাপ হয়ে যায়। কোনো মেরামত নেই। এটি তো ছোট্ট একটি বিষয়ের কথা বললাম। এফডিসিতে এমন অনেক বিষয় বা জায়গা আছে যেগুলোর সংস্কার করা খুব জরুরি; অথচ সেদিকে কোনো নজর নেই। কেন নেই সেটিই বুঝি না। অথচ শুটিং ফ্লোর ভেঙে তৈরি করা হচ্ছে মার্কেট ও সিনেপ্লেক্স। এ দিয়ে কী হবে? আমাদের দরকার প্রশিক্ষণ কেন্দ্র, অভিনয়চর্চার জায়গা। এগুলো তৈরি করলে আমাদের অনেক উপকার হবে। শুটিং ভবন ভেঙে মার্কেট নির্মাণের পক্ষে আমি নই’।
গুড়িয়ে ফেলা হয়েছে এফডিসির দুটো ফ্লোর, দেখুন ভিডিও