চীন ও ভারত প্যাংগং লেকের সীমান্ত নিয়ে সামরিক ও কূটনৈতিক স্তরে দফায় দফায় মিটিংয়েও কোনো সমাধানে আসতে পারেনি। চীনের সেনাবাহিনী নিজেদের অবস্থান থেকে এক বিন্দুও পিছু হটতে রাজি নই। অন্যদিকে, ভারতও তাদের ভূখণ্ড ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে।
এ পরিস্থিতিতে ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধের প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে।
জানা যায়, গত তিন মাস ধরে চীনের সেনারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে। এ নিয়ে চীনের সঙ্গে দফায়-দফায় সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালাচ্ছে ভারত। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।
ভারতীয় ভূখণ্ড থেকে সরতে চাইছে না চীন। দিল্লির ধৈর্যের পরীক্ষা নিচ্ছে বেজিং। সীমান্তে শান্তি ফেরাতে নিঃশর্তে চীনকে সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে ভারত। তবে, সেটি মানছে না চীনা সেনারা।
এসব কারণে এবার ভারতীয় সেনাকেও সবরকম প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দিলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। ভারতীয় সেনা কমান্ডারদের ‘যুদ্ধ প্রস্তুতি’ নিয়ে রাখার নির্দেশ দিয়েছেন তিনি।
তথ্যসূত্র : কলকাতা ২৪