সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে নেট দুনিয়ায়। হত্যা না আত্মহত্যা সেটা নিয়ে সৃষ্টি হয়েছে ধ্রুমজাল। তবে সুশান্তই প্রথম নয়, এমন আরো অনেক রহস্য মৃত্যুর সাক্ষী হয়েছে বলিউড। যার কোনো উত্তর আজও স্পষ্ট নয়। সুশান্তের মৃত্যুর খবর ছড়ানোর পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের মুখে পড়তে হয় রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটকে। এবার সুর চড়িয়ে মহেশের বিরুদ্ধে মুখ খুললেন আরেক প্রয়াত অভিনেত্রী জিয়া খানের মা।
জিয়া খানের মা রাবিয়া খান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে জানান, জিয়ার শেষকৃত্যের দিন তাঁকে হুমকি দিয়েছিলেন মহেশ ভাট। মহেশ ভাট সেদিন বলেছিলেন, ‘চুপ থাক। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব।’ রাবিয়ার এই বিস্ফোরক মন্তব্যে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বলিউডে।
রাবিয়া এই সাক্ষাৎকারে বলিউডের মাফিয়া এবং তাদের ক্ষমতার সম্পর্কেও কথা বলেছেন। বলেছেন এই বলিউড মাফিয়ারা এখনো সুরজ পাঞ্চোলিকে সাহায্য করছে। ২০১৩ সালে মুম্বাইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়জিয়া খানের দেহ। জিয়া খানের সঙ্গে তখন সম্পর্কে ছিলেন অভিনেতা সুরজ পাঞ্চোলি। সুরজের বিরুদ্ধেই জিয়ার পরিবার অভিযোগ এনেছিল।
সুশান্তের মৃত্যু সম্পর্কে রাবিয়া বলছেন, ‘আমি প্রথমেই বলেছিলাম সুশান্তকে খুন করা হয়েছে। জিয়ার ঘটনার সঙ্গে বহু মিল রয়েছে। দুই ক্ষেত্রেই তাদের সঙ্গীরা ভালোবাসায় ফাঁসিয়ে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, টাকা পয়সা লুট করেছে। পরিবার-পরিজনদের থেকে দূরে রেখেছে। আমার হাসি পায় মুম্বাই পুলিশকে দেখে। তারা সত্যিটা খুঁজে বের করতে এত সময় লাগিয়ে দিচ্ছে। নিজেদের সুবিধার জন্য নেপোটিজম অ্যাঙ্গেল বের করেছে।’
জিয়া সম্পর্কে রাবিয়া বলছেন, ‘সুরজ জিয়াকে মারধর করতো। আমি পুলিশকে বলেছিলাম যে আমার মেয়েকে খুন করা হয়েছে। সুরজের নারকো টেস্ট করা হোক। কিন্তু তারা শোনেনি। পুলিশের ওপর বলিউড মাফিয়াদের চাপ ছিল। বলিউডের একজন আইকন বলেছিলেন, যাতে সুরজকে জিজ্ঞাসাবাদ না করা হয়। কারণ সেই সময় তারা সুরজকে নিয়ে ছবি বানাচ্ছিলেন।’
তবে এখনো ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন জিয়ার মা। মনে করেন একদিন ঠিক সত্যিটা সামনে আসবে এবং তারা বিচার পাবেন। জিয়ার ক্ষেত্রেও বলা হয়েছিল যে তিনি অবসাদে ভুগছিলেন। এই প্রসঙ্গে রাবিয়া বলছেন, ‘একমাত্র মহেশ ভাট ছাড়া আর কে বলেছে যে জিয়া অবসাদগ্রস্ত? জিয়ার শেষকৃত্যের দিন তিনি আমার কাছে এসে বললেন যে ও নাকি অবসাদে ভুগছিল। আমি তখন বললাম, মাফ করবেন স্যর। ও কখনই অবসাদগ্রস্ত ছিল না। তখনই উনি বলেন, ‘চুপ করে যা। না হলে তোকেও ইনজেকশন দিয়ে শুইয়ে দেব।’
মহেশ ভাটকে বলিউড মাফিয়ার মুখপাত্র হিসেবে দাবি করেছেন জিয়া খানের মা। আর তার এই বিস্ফোরক মন্তব্যের পর নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এই মন্তব্য সুশান্তের ঘটনায় কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার।
সূত্র : ইন্ডিয়া টুডে।