রাশিয়ার পর এবার দ্রুত করোনার টিকার অনুমোদন দেওয়ার পথে হাঁটছে জার্মানি। দেশটির টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিউরভ্যাক রবিবার এ সম্ভাবনার কথা জানিয়েছে।
কিউরভ্যাকের প্রধান নির্বাহী ফ্রানজ ওয়ার্নার হাস বলেন, ‘আমরা দ্রুত অনুমোদনের সম্ভাবনাকে বাতিল করছি না। তবে এটি কেবল কর্তৃপক্ষের নিবিড় সহযোগিতার মাধ্যমেই সম্ভব।’
কিউরভ্যাকের টিকার জন্য অর্থায়ন করেছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। শুক্রবার প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ২১ কোটি ৩০ লাখ ডলার বেড়েছে।
১১ আগস্ট বিশ্বে প্রথম করোনার টিকার রেজিস্ট্রেশনের অনুমোদন দিয়েছে রুশ সরকার। পশ্চিমা বিশেষজ্ঞদের অভিযোগ, দ্রুত উৎপাদনে যাওয়ার চেষ্টা করতে গিয়ে রাশিয়া টিকার অনেক নিরাপত্তা বিষয় এড়িয়ে গেছে। অবশ্য রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।