Home জাতীয় একদিনে সুস্থ ৩২৩৪

একদিনে সুস্থ ৩২৩৪

SHARE

গত ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও তিন হাজার ২৩৪ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত এক দিনে করোনা আক্রান্ত হয়ে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন হাজার ৭৪০ জন। এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ২০০ জন। এনিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল দুই লাখ ৮২ হাজার ৩৪৪ জন হল।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, তা আড়াই লাখ পেরিয়ে যায় গত ৭ অগাস্ট। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন কভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।