সারা আলী খান ও অভিনেতা কার্তিক আরিয়ান বলিউডের বেশ কিছু ছবিতে জুটিবদ্ধ হয়েছিলেন। প্রথম ছবি ‘লাভ আজকাল’-এ কাজ করার সময় থেকেই শুরু হয় দুজনের প্রেমের গুঞ্জন। পরবর্তী সময়ে তাঁদের সম্পর্ক আরো স্পষ্ট হয়, যখন অভিনেতার সঙ্গে ক্যান্ডেল লাইট ডিনারে দেখা গিয়েছিল সারা আলীকে।
এমনকি গত বছর ‘পতি পত্নি অউর ওহ’ ছবির শুটিংয়ের জন্য কার্তিক যখন লাখনৌ ছিলেন, তাঁর সঙ্গে দেখা করতে সেখানে চলে গিয়েছিলেন সারা।
‘কুলি নাম্বার ওয়ান’-এর শুটিংয়ে অভিনেত্রী যখন ব্যাংকক গিয়েছিলেন, সেখানেও ছুটে গিয়েছিলেন কার্তিক। এমনকি ‘লাভ আজকাল’ ছবির শুটিং শেষ হয়ে যাওয়ার পরও বিভিন্ন জায়গায় হাতে হাত রেখে ঘুরে বেড়াতে দেখা গেছে এ জুটিকে। তবে খুব বেশিদিন টেকেনি সে সম্পর্ক।
জানা যায়, ‘লাভ আজকাল’ ছবির মুক্তির পরপরই ভেঙে যায় সেটি। ফলে অনেকেই ধরে নিয়েছে, ছবির প্রচারণার জন্যই এই প্রেমের নাটক করেছে কার্তিক-সারা। এমনকি শুধু প্রেমের সম্পর্ক বিচ্ছেদ তা নয়, এই তারকা জুটি ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করে দিয়েছেন।