দেরা বাবা নানক-করতারপুর করিডোর প্রকল্পের অধিনে একটি সেতু নির্মাণের জন্য পাকিস্তানের প্রতিনিধিরা ভারতীয় এলাকায় একটি যৌথ সমীক্ষা করেছেন। পাকিস্তান প্রান্তের অংশটি নির্মাণের জন্য বৃহস্পতিবার সমীক্ষা দলটি পরিদর্শনে যায়।
ন্যাশনাল হাইওয়েস অথরিটি অব ইন্ডিয়াকে দেওয়া এক চিঠিতে বলা হয়, বিওয়াই কমান্ড বিএসএফকে অবহিত করা হয়েছে যে পাকিস্তান ভারতের পাশে ব্রিজের সঙ্গে সংযোগ দিতে পাকিস্তানের পাশে একটি সেতু নির্মাণ করতে চায়। এই প্রকল্পের সমীক্ষা চালানোর জন্য সাত প্রকৌশলীর একটি সমীক্ষা দল ভারতের পাশের সেতুটি পরিদর্শন করবে। চিঠিতে আরো বলা হয়েছে, পরিদর্শনের জন্য অনুমতি চাওয়া ও মঞ্জুর করা হয়েছিল।
চার দশমিক সাত কিলোমিটার লম্বা করতারপুর ভারতের পাঞ্জাব শহরের শিখদের তীর্থস্থান ‘দেরা বাবা নানক’র সঙ্গে পাকিস্তানের নারওয়াল জেলায় ‘গুরুদুয়ারা দরবার সাহিব’কে যুক্ত করেছে। গত বছর এটি উদ্বোধন করা হয়েছিল। করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর করতারপুর করিডোর বন্ধ করে দেয় ভারত সরকার।
সূত্র: ইয়াহু নিউজ।