যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ গত ২৪ আগস্ট জানায়, টেক্সাসের এ অ্যান্ড এম ইউনিভার্সিটির (তামু) প্রফেসর আটক হয়েছেন। মহাকাশ গবেষণা সংস্থা নাসা’য় গবেষক হিসেবে কাজ করার সময় চীনের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
৫৩ বছর বয়সী ছেং ঝেংডং বহু বছর ধরে শিক্ষকতা করছেন তামু ইউনিভার্সিটিতে। চীনের বিশ্ববিদ্যালয়, চীনের কম্পানি ও চীনের রাষ্ট্রীয় পরিকল্পনার সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, ছেং ঝেংডং নাসা’য় গবেষণার সময় চীনের সঙ্গে সম্পর্ক থাকার বিষয়টি গোপন করেছিলেন। অথচ নাসায় কাজ করার সময় চীনকে সহযোগিতা না করার ব্যাপারে তিনি ছিলেন চুক্তিবদ্ধ।
আইনজীবী আরো দাবি করেন, নাসা’য় কাজ করে তিনি স্পেস স্টেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যান। যা কাজে লাগিয়ে চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে মর্যাদাপূর্ণ আসনে পৌঁছান তিনি।
সূত্র : দ্য ইপস টাইমস