Home জাতীয় নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

নতুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর

SHARE

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এস এম মুনীরকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনার জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সংখ্যা দাঁড়াল তিনজন। আগের দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির।

অ্যাডভোকেট এস এম মুনীরের নিয়োগের বিষয়ে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সলিসিটর রুনা নাহিদ আকতার এই নিয়োগের তথ্য আজ মঙ্গলবার নিশ্চিত করেছেন।

এস এম মুনীর ১৯৮১ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভূক্ত হন। ২০১৫ সালের ২০ ডিসেম্বর তাকে সিনিয়র আইনজীবী করা হয়। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক নির্বাচিত হন