Home অর্থ-বাণিজ্য শেয়ার নিয়ে গুজব ছড়ালে ডিজিটাল আইনে ব্যবস্থা

শেয়ার নিয়ে গুজব ছড়ালে ডিজিটাল আইনে ব্যবস্থা

142
0
SHARE

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কম্পানির শেয়ারের দাম নিয়ে পূর্বাভাস, দামের ভবিষ্যদ্বাণী ও গুজব ছড়ালে ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

গতকাল এ বিষয়ে কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনা জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পেজ বা গ্রুপে কমিশন ও স্টক এক্সচেঞ্জের লোগো ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।

বিএসইসি, ডিএসই ও সিএসইর নাম, লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার করা যাবে না। অন্যথায় বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা নেবে কমিশন।