Home বিনোদন চলে গেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

চলে গেলেন জনপ্রিয় তেলুগু অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

SHARE

জয়প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।

Saddened by the passing of #JayaPrakashReddy garu. One of TFI’s finest actor-comedians. Will always cherish the experience of working with him. Heartfelt condolences to his family and loved ones.

— Mahesh Babu (@urstrulyMahesh) September 8, 2020
তার প্রয়াণে খবরে শোকের ছায়া নেমে আসে তেলুগু ছবির জগতে। অভিনেতা সুধীর বাবু টুইটে লেখেন, “সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল। শান্তিতে বিশ্রাম নিন, স্যার।”
১৯৪৬ সালের ৮ মে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন জয়প্রকাশ রেড্ডি।