Home আইন আদালত জামিনের শর্ত ভঙ্গ না করলে জামিন বাতিল করা যাবে না: হাইকোর্ট

জামিনের শর্ত ভঙ্গ না করলে জামিন বাতিল করা যাবে না: হাইকোর্ট

507
0
SHARE

হাইকোর্ট থেকে কোনো আসামি নির্দিষ্ট সময়ের জন্য জামিনে মুক্তি পাওয়ার জামিনের সুস্পষ্ট অপব্যবহার ছাড়া জামিন বাতিল করতে পারবে না সংশ্লিষ্ট বিচারিক আদালত। এ ধরণের চারটি নির্দেশনা বিচারিক আদালতকে দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নির্দেশনা চারটি হচ্ছে, হাইকোর্ট থেকে জামিন নিয়ে মুক্তি পাওয়ার পর সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া জামিন বাতিল করতে পারবে না নিম্ন আদালত। হাইকোর্টের দেয়া জামিন বৃদ্ধির আদেশ না থাকার কারণে আসামির জামিন বাতিল করে কারাগারে পাঠাতে পারবে না। হাইকোর্টের দেয়া রুল বা আপিলের নিষ্পত্তির জন্য অপেক্ষা করতে বিচারিক আদালতে বলা হয়েছে। হাইকোর্ট কোনো শর্তে জামিন দিলে সেই শর্ত ভঙ্গ করলে অধস্তন আদালত জামিন বাতিল করতে পারবে।