Home জাতীয় বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত

বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত

SHARE

বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক, মাদারীপুর -৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার করোনা টেস্টে তার পজেটিভ রিপোর্ট এসেছে। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বাহাউদ্দিন নাছিমের ছোট ভাই মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালিদ হোসেন ইয়াদ। হালকা জ্বর, ঠান্ডাজনিত কারণে মঙ্গলবার তিনি করোনার টেস্ট দেন। বুধবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো আছে বলেও জানান খালিদ হোসেন ইয়াদ।