Home জাতীয় কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ

SHARE

নাব্য সংকটে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে আবারও ফেরি চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চলাচলের কথা থাকলেও ঘাট থেকে ছাড়েনি ফেরি।

ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় দুই দিন ফেরি বন্ধ থাকার পর গতকাল কাঁঠালবাড়ি ঘাট থেকে একটি রো রো ফেরি ছেড়ে যায়। প্রায় ৮ ঘণ্টায় শিমুলিয়া ঘাটে পৌঁছায় ফেরিটি।

বিআইডব্লিউটিসির ঘাট ব্যবস্থাপক জানান, দুটি ফেরি পরীক্ষামূলক চলাচলের পর তাতে সময় বেশি লাগায় ফেরি চালাচল বন্ধ রাখছেন তারা। লৌহজং চ্যানেলের নাব্য সংকট নিরসন হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান তিনি। এদিকে দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ যানবাহন।