Home খেলা দ্বিতীয় দফায় ক্রিকেটারদের করোনা টেস্টের ফলাফল

দ্বিতীয় দফায় ক্রিকেটারদের করোনা টেস্টের ফলাফল

SHARE

দ্বিতীয় দফায় জাতীয় দলের ১৮ ক্রিকেটারের সবার করোনার টেস্টের ফলাফলে নেগেটিভ এসেছে। সুস্থ থাকা ক্রিকেটাররা রোববার(২০ সেপ্টেম্বর) যোগ দেবেন টিম হোটেলে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এর আগে, ক্রিকেটার ও টিম হোটেলের কর্মচারিসহ মোট ৫৩ জনের করোনা পরীক্ষা করা হয়। অবশ্য এ তালিকায় ছিলেন না কোন বিদেশি কোচিং স্টাফ।

এর আগে প্রথম দফায় করোনা টেস্টে পজিটিভ আসে কেবল ক্রিকেটার সাইফ হাসানের। দ্বিতীয় দফায়ও পজিটিভ হন তিনি। আপাতত হোম কোয়ারেন্টিনে আছেন সাইফ। ১৮ জনের তালিকায় নেই তার নাম। এছাড়া, প্রথম দফার টেস্টে পজিটিভ হওয়া ফিজিক্যাল পারফরম্যান্সের প্রধান নিকোলাস লি ইতোমধ্যে করোনা টেস্টে নেগেটিভ আসায় দলের সঙ্গে যোগ দিয়েছেন।