দুই বাংলার জনপ্রিয় গায়ক নচিকেতা এর ‘একদিন ঝড় থেমে যাবে’ গানের কথা থেকে অনুপ্রাণিত হয়ে গল্প ভবানা মাথায় আসে, যেখানে করোনাকালীন দুঃসময় কেটে উঠবার জন্য মানসিক শক্তি সঞ্চারে ভূমিকা রাখে। এছাড়া প্রকৃতি তথা গাছের সাথে আমাদের মানবজীবনের নিবিড় সম্পর্কের কথা মনে উঠে আসে। আর সিনেমাটি নচিকেতা কে উৎসর্গ করা হয়েছে।
গল্প সংক্ষেপ. কোভিড ১৯ এর আঘাতে অর্থনৈতিক সংকটে পড়া আরিফ ও চৈতী দম্পতি শহর ছেড়ে গ্রামে চলে যাবার সময় নিজেদের সন্তানের মতন যত্ন করে গড়ে তোলা তাদের প্রিয় “ছাদবাগান” এর গাছগুলো ছেড়ে যাবার আকুতি দেখাবার চেষ্টা করা হয়েছে সিনেমায়।
এ প্রসঙ্গে নচিকেতা জানান তিনি অনেক খুশি ও সিনেমাটি দেখবার আগ্রহ রাখছেন, এবং সিনেমা সংশ্লিষ্ট সবাইকে আশীর্বাদ ও শুভকামনা জানান। অভিনয় করেছেন অরণ্য কুসুম, ফারহা আকাঙ্ক্ষা, মাহমুদ মাসুদ, সাজু ও সঞ্জীব কুমার সাহা।
ছাদবাগান সিনেমার দৈর্ঘ্য ১২ মিনিট, সিনেমাটোগ্রাফি করেছেন শাহারিয়ার চয়ন। কোলকাতার শিল্পী নচিকেতার কথা ও সুরে ‘একদিন ঝড় থেমে যাবে’ গানে কন্ঠ দিয়েছেন কোলকাতার শিল্পী সংঘমিত্রা। নির্বাহী প্রযোজক উদয় হাকিম মিডিয়া পার্টনার রাইজিং বিডি।
উল্লেখ্য, সিনেমাটি বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর জন্য নির্মাণ করা হয়েছে।