Home বিনোদন ”নিয়মিত গাঁজা খেত রবি কিষাণ”, তোপ অনুরাগের

”নিয়মিত গাঁজা খেত রবি কিষাণ”, তোপ অনুরাগের

SHARE

”সংসদে দাঁড়িয়ে বলিউডের সঙ্গে মাদকযোগের অভিযোগ করেছে রবি কিষাণ, অথছ ও তো নিজেই একসময় গাঁজা সেবন করত।” বলিউডের মাদকযোগ নিয়ে আলোচনার মাঝেই বিস্ফোরক পরিচালক অনুরাগ কাশ্যপ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভোজপুরী অভিনেতা, সাংসদ রবি কিষাণকে নিয়ে মুখ খুলেছেন অনুরাগ কাশ্যপ। অনুরাগ বলেন, ”রবি আমার সঙ্গে শেষ ছবি মুক্কাবাজ-এ কাজ করেছে। ও তো দিন শুরু করতই জয় শিবশঙ্কর, জয় বম ভোলে, জয় শিব শম্ভু.. বলে। দীর্ঘদিন মাদকও সেবন করেছে। কে না জানে সেকথা? এরকম কেউ নেই যিনি জানেন না যে রবি গাঁজা সেবন করত। হতে পারে ও এখন ওইসব ছেড়ে দিয়েছে। সম্ভবত রাজনীতির ময়দানে প্রবেশ করার পর সেই অভ্যেস ছেড়েছেন, শুদ্ধ হয়েছেন।”

অনুরাগ কাশ্যপ আরও বলেন, ”আমি যদিও রবির বিচার করছি না। কারণ, আমি গাঁজাকে মাদকের পর্যায়ে ফেলি না। ও ধূমপান করত, তবে কাজটাও ভালো করে করত। এটা এমনকিছু বিষয় নয়। গাঁজা সেবন ওকে খারাপ মানুষ বানায় নি কখনও। তবে ও যখন সংসদে দাঁড়িয়ে জনসমক্ষে বলিউডে মাদকযোগের অভিযোগ তুলছে, তাতে আমার ঘোর আপত্তি রয়েছে।”

এদিকে অনুরাগের কথার উত্তরে সংবাদ সংস্থা এএনআই-কে রবি কিষেণ বলেন, ”আমি অনুরাগের কাছ থেকে এধরনের কথা আশা করিনি। আমি শিবের ভক্ত, তাই শিবের ভক্ত, তাই মন্ত্র উচ্চারণ করি। আমার লড়াইটা মাদকের বিরুদ্ধে। আমার খারপ লাগছে ও আমায় সমর্থন করল না”। মাদক চীন, পাকিস্তান হয়ে আমাদের দেশে আসছে, আর যুব সমাজকে ধ্বংস করছে। বলিউডেও যার প্রভাব পড়েছে।