আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৬ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেসুর রহমান বাদল এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট পরীক্ষার জন্য ভেন্যু না দেওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২৬ জুলাই বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটি ১৩ হাজার শিক্ষার্থীর আইনজীবী পরীক্ষার জন্য ২৬ সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করেছিল।
দিন দিন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় ২০১২ সাল থেকে আইনজীবীদের তালিকাভুক্তকরণ প্রক্রিয়ায় প্রথম ধাপ প্রিলিমিনারি পরীক্ষা হিসেবে এমসিকিউ পদ্ধতি চালু করা হয়। ওই সময় থেকে আইনজীবী হওয়ার জন্য নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নিয়ম চালু রয়েছে। তিন ধাপের যে কোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয়বারের মতো অংশগ্রহণের সুযোগ পান। সেই হিসাবে, ২০১৭ সালে লিখিত পরীক্ষায় বাদ পড়া ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবং ২০২০ সালে এমসিকিউ উত্তীর্ণ ৮ হাজার ৭৬৪ জন শিক্ষার্থীর এবার লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা।