Home আইন আদালত মসজিদে বিস্ফোরণ : ২ দিনের রিমান্ডে বিদ্যুৎমিস্ত্রি

মসজিদে বিস্ফোরণ : ২ দিনের রিমান্ডে বিদ্যুৎমিস্ত্রি

116
0
SHARE

নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মোবারক হোসেন নামে এক বিদ্যুৎমিস্ত্রির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে মোবারক হোসেনকে ৫ দিনের রিমান্ডের আবেদন করে সিআইডি। পরে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গতকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, বায়তুস সালাত জামে মসজিদে ২টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে। একটি সংযোগ অবৈধ। সেই সংযোগসহ মসজিদের বিভিন্ন ওয়ারিংয়ের কাজ করেছিলেন মোবারক হোসেন।

এর আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ফতুল্লা অঞ্চলের বহিস্কৃত ৪ কর্মকর্তাসহ ৮ জনকে গ্রেপ্তার করে সিআইডি। পরে আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ৮ জনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৪ সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হয়। তাদের মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখনও হাসপাতালের আইসিইউতে আশঙ্কাজনক রয়েছেন ৪ জন।

বিস্ফোরণের ঘটনায় ৫ সেপ্টেম্বর ফতুল্লা থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে ফতুল্লা থানায় মামলা করেন। পরে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়।