Home আন্তর্জাতিক মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০

মুম্বাইয়ে ভবন ধসে নিহত অন্তত ১০

SHARE

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি তিনতলা ভবন ধসে অন্তত ১০ জন নিহত হয়েছেন।

আজ সোমবার ভোরে মুম্বাইয়ের পাশের ভিওয়ান্ডি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হচ্ছে, স্থানীয় সময় সোমবার ভোর পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পর দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং দমকল বাহিনী সেখানে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান শুরু করে।

ভবন ধসের ঘটনায় আটজন নিহত ছাড়াও এ পর্যন্ত ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ এবং দমকল বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে।

এনডিআরএফ জানিয়েছে, স্থানীয়রা প্রায় ২০ জনকে উদ্ধার করেছে। তবে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনো ২০-২৫ জন ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই ভবনটি প্রায় ৪০ বছরের পুরনো। সেখানে প্রায় ২০টি পরিবার বাস করত।