টেবিলের ওপরে কেক। ৪০ বছর বয়স উদ্যাপনের স্মৃতি। তার ওপরে ছোট একটা পুতুল। পেছনে যে মানুষটা তার মুখে বয়সের ছাপ খুঁজতে যাবেন না, আপনার অনুমানকে ভুল প্রমাণ করবে চোখ! কারণ নামটা তার কারিনা। কারিনা কাপুর খান।
কাপুর পরিবারের এই যোগ্য প্রতিনিধি এখন খান বাড়ির সদস্য। এই করোনাকালে সেখানে বসেই কাছের মানুষদের নিয়ে জন্মদিন উদ্যাপন করেছেন। পরে তার মেকাপহীন ছবিটি শেয়ার করেছেন ৪৬ বছর বয়সী বড় বোন কারিশমা কাপুর।
কারিনার জন্মদিন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো হাইপ তৈরি হয়েছে। এই বয়সে তার এমন জৌলসে ২১’র নায়িকারাও যেন হিংসায় মরছেন! দীপিকা থেকে শুরু করে আলিয়া ভাটরা শুভেচ্ছা বার্তায় বলছেন, ‘এ তো চির তরুণী।‘
ফিটনেস রক্ষায় কারিনার যেমন নামডাক আছে, তেমনি তিনি পোশাকের ব্যবহারেও সবার চেয়ে এগিয়ে। বলিউডে একমাত্র অভিনেত্রী হিসেবে এক ছবিতে ১৩৪টি পোশাক পরার রেকর্ড আছে তার!
যখনই সময় পান, ইউরোপ ভ্রমণে বেরিয়ে পড়েন। কারণ ইউরোপিয়ান দেশগুলোর প্রতি তার বিশেষ দুর্বলতা রয়েছে।
পাঞ্জাবিদের মতো খেতে খুব ভালোবাসেন। ঘিয়ে ভাজা পরোটার সঙ্গে দই এই অভিনেত্রীর প্রিয় খাবার। তার খাবারের মেন্যুতে মাঝে মাঝে চাইনিজ, মোমো, পাস্তাও থাকে।