Home জাতীয় মসজিদে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

মসজিদে বিস্ফোরণ : আরও একজনের মৃত্যু

SHARE

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শাহাদাত হোসেন সিফাত (১৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৪ জন।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আইসিইউতে তিনি মারা যান।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।

শাহাদাত স্থানীয় স্কুল থেকে এসএসসি পাস করে কলেজে ভর্তির চেষ্টা করছিলেন। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছে। তার বাবা স্বপন শেখ ডেকোরেটরের কাজ করেন। নারায়ণগঞ্জের তল্লায় পরিবারের সঙ্গে তিনি থাকতেন।

গত ৪ সেপ্টেম্বর রাতে এশার নামাজের সময় ফতুল্লার পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নত ও অন্য নামাজ পড়ছিলেন। তখন ছয়টি এসি বিস্ফোরিত হয়। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন।