মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের মা মাজেদা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার এক শোকবার্তায় শেখ হাসিনা মাজেদা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জনান।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিমের মা খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বার্ধক্যজনিত কারণে সোমবার রাত ১১টা ৫৩ মিনিটে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
তিনি পাঁচ ছেলে ও দুই মেয়ে সন্তানের গর্বিত মা। তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী রেজাউল করিম তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সবার দোয়া কামনা করেছেন।