অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব জামিন চেয়ে আবেদন করেছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আবেদনের পক্ষে আইনজীবী হচ্ছেন এম ফেরদৌস আল বশির।
ক্যাসিনোবিরোধী অভিযানের সময় গতবছর ১৯ অক্টোবর ডিএনসিসি’র ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘সুলতান’ খ্যাত তারেকুজ্জামান রাজীবকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে গতবছর ৬ নভেম্বর সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলা করে দুদক।
মামলায় ঢাকার বিশেষ জজ আদালত গত ৬ ফেব্রুয়ারি রাজীবের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর হাইকোর্টে জামিনের আবেদন করা হলে সেটিও খারিজ হয়ে যায় গত ১৫ জুন।